NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল, প্রদেশ কমিটিতে তমাল

ওয়েটুবরাক, ২৯ মার্চ : শিলচর জেলা কংগ্রেস কমিটির নতুন সভাপতি মনোনীত হলেন অভিজিত পাল৷ বুধবারই এই নিযুক্তির কথা জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল৷ অভিজিত তমালকান্তি বণিকের স্থলাভিষিক্ত হলেন৷ তমালকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে৷ তিনি অবশ্য নতুন জেলা সভাপতি অভিজিত পালকে স্বাগত জানিয়েছেন৷ তমাল বলেন, “বিধানসভার টিকিট, জেলা কংগ্রেসের সভাপতি পদ কিছুই আমাকে চাইতে হয়নি৷ তাই দলের প্রতি আমার কৃতজ্ঞতা৷”

Rananuj

অভিজিত জানান, ১৯৯৮ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জগতে প্রবেশ৷ এটি তাঁর রাজনৈতিক জীবনের রৌপ্য জয়ন্তী৷ এই সময়ে জেলা সভাপতি পদলাভকে তিনি অস্বাভাবিক পাওনা বলে মন্তব্য করেন৷

অভিজিত এতদিন ধরে প্রদেশ কংগ্রেস মুখপাত্র এবং জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পদে রয়েছেন৷ একসময়ে ছিলেন শিলচর লোকসভা আসন যুব কংগ্রেস সভাপতি এবং এরও আগে এনএসইউআইর জেলা সাধারণ সম্পাদক৷

একই সঙ্গে বেণুগোপাল জানিয়েছেন, করিমগঞ্জে জেলা সভাপতি রজত চক্রবর্তী, হাইলাকান্দিতে সামসুদ্দিন বড়লস্কর৷ নবজ্যোতি তালুকদার হবেন গুয়াহাটি শহরের নতুন জেলা সভাপতি৷ ভূপেন বরার নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস কমিটিতে তমাল বণিক ছাড়াও এ দিন আরও দুইজনকে নিযুক্ত করা হয়েছে৷ তাঁরা হলেন সহসভাপতি পদে গুণকান্ত গগৈ এবং সম্পাদক দেবকান্ত বরপূজারী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker