NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি জু রোডেও সরবরাহ প্রকল্পের পাইপ ফেটে জলবিস্ফোরণ, জখম ৫
ওয়েটুবরাক, ১৩ জুন: গুয়াহাটিতে খারঘুলির পরে জু-রোডে হলো জলবিস্ফোরণ৷ জু-রোড ও কমার্স পয়েন্ট লিংক রোডে হওয়া ওই ঘটনায় এক মহিলা সহ ৫ জন জখম হয়েছেন। অনেক যানবাহন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে আশপাশের অনেক দোকানের সামগ্রী নষ্ট হয়ে বহু কোটি টাকার ক্ষতি হয়েছে।
নগরোন্নয়নমন্ত্রী অশোক সিংহল মঙ্গলবার পরপর জলবিস্ফোরণের বিষয়টি নিয়ে আইআইটি গুয়াহাটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজীবকুমার ভট্টাচার্য, জল বোর্ডের সদস্য, স্থানীয় প্রশাসন, পূর্ত দফতর ও জেলাশাসক পল্লবগোপাল ঝার সঙ্গে বৈঠক করেন। ঠিক হয়েছে জল পরিবহণ প্রকল্পগুলির সব পাইপলাইন, ভাল্ব, জলাধার ইত্যাদির সুরক্ষা ব্যবস্থা, নকশা, গুণমান পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে সুরক্ষা সংক্রান্ত পরামর্শ দেবে আইআইটি। সিংহল আরও জানান, ভূগর্ভস্থ পাইপলাইনে কোথাও ত্রুটি আছে কী না জানতে মঙ্গলবার থেকে হাইড্রটেস্টিং শুরু হয়েছে। এ নিয়ে ভিন রাজ্যের বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে। ১৩ বছর আগে কাজ হওয়া ওই সব পাইপলাইনের ইঞ্জিনিয়ার-ঠিকাদারেরা বর্তমানে কর্মরত নন। কিন্তু তদন্ত চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে। নগরোন্নয়ণ ও গৃহ নির্মাণ বিভাগের সচিব পবিত্ররাম খাউন্ডকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তিনি রিপোর্ট দেবেন।
এ দিকে খারঘুলির জলবিস্ফোরণের ঘটনায় প্রাণ হারানো সুমিত্রা রাভার পরিবারের হাতে মঙ্গলবার ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকার চেক তুলে দেন সিংহল।