Barak UpdatesHappeningsBreaking News
গৌড়ীয় নৃত্যে জুনিয়র স্কলারশিপ অক্ষরা দাসের
ওয়ে টু বরাক, ২১ জুলাই : শিলচরের গৌড়ীয় নৃত্যকলা ভারতীর ছাত্রী অক্ষরা দাস সংস্কৃতি মন্ত্রকের সিসিআরটি থেকে এবারও শাস্ত্রীয় নৃত্য “গৌড়ীয় নৃত্যে” ন্যাশনাল জুনিয়র স্কলারশিপ (২০২২-২৩) অর্জন করেছেন। তিনি গৌড়ীয় নৃত্যকলা ভারতীর নৃত্যগুরু সত্যজিৎ বসু জয়-এর ছাত্রী। সময়ে সময়ে গৌড়ীয় নৃত্যকলা ভারতীর শিক্ষক পুনম ধর গুরুর আদেশে অক্ষরাকে নৃত্যের তালিমে সাহায্য করেছেন।
চিঠির মাধ্যমে অক্ষরা দাসকে স্কলারশিপ প্রাপ্তির খবর দেন সিসিআরটি-র ডিরেক্টর ঋষি বৈশিষ্ট। অক্ষরা দাসের এই সাফল্যে ঠাকুমা নীলিমা দাস, বাবা চন্দ্রশেখর দাস, মা জুলি দাস, ছোটভাই শুভ্রনীল দাস সহ আত্মীয়স্বজন, পাড়াপড়শি, আনন্দিত ও গর্বিত। সাংস্কৃতিক জগতের অনেকে এবং গৌড়ীয় নৃত্যকলা ভারতীর বিশিষ্টজনেরা অক্ষরা দাস এবং গুরু সত্যজিৎ বসু সহ পুনমকেও অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘ আট বছর ধরে অক্ষরা গুরু সত্যজিৎ বসু জয়ের কাছে গৌড়ীয় নৃত্যকলা ভারতীতে গৌড়ীয় নৃত্যের তালিম নিচ্ছেন। গুরুর শিক্ষা এবং ছাত্রীর পরিশ্রমের ফসল এই স্কলারশিপ মনে করেন পরিচিতি মহল। অক্ষরা কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচরের নবম শ্রেণির ছাত্রী। অক্সরা গৌড়ীয় নৃত্যের পাশাপাশি লোকনৃত্য ও রবীন্দ্র নৃত্যের তালিম নিচ্ছেন সত্যজিৎ বসুর কাছে। নাচের সঙ্গে পড়াশুনাও সমানভাবে চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য গৌড়ীয় নৃত্যকলা ভারতীর ছাত্রী দেবাদৃতা চক্রবর্তী গত বছর স্কলারশিপ পেয়েছেন এবং স্বগৌরব দেবনাথ রিনিউয়েল-এ ভাল রেজাল্ট করেছেন।