India & World UpdatesHappeningsBreaking News
জি ২০ : জো বাইডেন আজ ভারতে আসছেন
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজই তিনি দিল্লিতে পৌঁছাবেন৷
তাঁর আগমন ঘিরে চরম ব্যস্ততা দিল্লি জুড়ে। তিন স্তরের কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো এবং সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন কর্মকর্তারা। বাইডেন ভারতে থাকাকালে দিল্লির উপর নজর রাখতে আকাশে ক্রমাগত চক্কর দেবে বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলোতে সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কমান্ডোরা থাকবেন। দিল্লির বহুতল ভবনগুলোতে এনএসজি এবং সেনা স্নাইপারদের মোতায়েন করা হয়েছে। বিভিন্ন দায়িত্বে রয়েছে দিল্লি পুলিশও। আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক জায়গায় এমন প্রযুক্তি বসানো হচ্ছে, যা ড্রোন চলাচলে বাধা দেবে। বাইডেন এবং আমেরিকার অন্যান্য প্রতিনিধিরা আইটিসির এক বিলাসবহুল হোটেলে থাকবেন। তাদের জন্য প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। বাইডেন থাকবেন ১৪তম তলায়। সেখান থেকে নীচে আসার জন্য বিশেষ লিফটের ব্যবস্থা করা হয়েছে। যেখানে তিনি থাকবেন, সেখানে যাওয়ার অনুমতি থাকবে একেবারেই হাতেগোণা কয়েকজনের৷