Barak UpdatesHappeningsBreaking News
জিসি কলেজে মনোমোহন মিশ্রের লেখা বই দান করলেন তাঁর মেয়ে-জামাতারা

ওয়ে টু বরাক, ৫ এপ্রিল : প্রয়াত মনোমোহন মিশ্র-র লেখা বিভিন্ন স্বাদের ৬০টি বই শিলচর গুরুচরণ কলেজে দান করলেন তাঁর পরিবারের লোকেরা। শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অন্তরা দেবের হাতে এই বইগুলো তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষে ছিলেন প্রয়াত লেখক, শিল্পী ও গতি পত্রিকার সম্পাদক মনোমোহন মিশ্র-র দুই মেয়ে দেবলীনা মিশ্র, মনোলীনা মিশ্র, জামাতা শুভ্রজ্যোতি ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী ও দুই নাতনি জাগোরী চক্রবর্তী ও আদ্যা ভট্টাচার্য ।
ড. অপ্রতিম নাগের কথায়, প্রয়াত মনোমোহন মিশ্র গুরুচরণ কলেজের প্রাক্তনী ছিলেন। ফলে, তাঁর লেখা এই বইগুলো একটা বড় প্রাপ্তি। নিজের রচনার মধ্য দিয়ে মনোমোহন মিশ্র সব সময়ই অনেকের হৃদয়ে বেঁচে থাকবেন বলেও মন্তব্য অধ্যক্ষের।
প্রয়াতের পরিবারের দেবলীনা, মনোলীনাদের বক্তব্য, বাবার স্মৃতিতেই বইগুলো দেওয়া হয়েছে। নিজের কলেজ নিয়ে সবসময়ই গর্ব অনুভব করতেন বাবা। ফলে তাঁর লেখা বই কলেজে দান করতে পেরে আমরা আনন্দিত। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তাঁরা।