NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
জিরিবামে গিয়ে জিএম বললেন, ২৪-এ রেলে ইম্ফল
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বরঃ রেল প্রতিমন্ত্রীর ইম্ফল সফরের তিন সপ্তাহের মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা জিরিবাম পর্যন্ত রেললাইন পরিদর্শন করলেন৷ মঙ্গলবার রাতে তিনি কামাখ্যা স্টেশন থেকে সেলুন কার নিয়ে রওয়ানা হন৷ পাহাড় লাইন, বদরপুর জংশন, অরুণাচল পেরিয়ে সকালে মণিপুরের একমাত্র স্টেশন জিরিবামে পৌঁছান। সেখানে দাঁড়িয়ে ইম্ফল পর্যন্ত লাইন সম্প্রসারণ প্রকল্পের খোঁজখবর নেন। পরে জানান, আগামী বছরের মধ্যে ইম্ফলের দিকে রেললাইন অনেকটা এগিয়ে যাবে। ২০২৩-র মধ্যে কাজ পুরো শেষ করে নেওয়াই লক্ষ্য। ২০২৪ সালে ইম্ফল থেকেই রেলে চড়বেন যাত্রীরা।
শিলচর-জিরিবাম এই সময়ে সপ্তাহে দুদিন ট্রেন চলাচল করে। আগের মত অবস্থা, যাত্রী নেই। জনাদশেক মানুষ নিয়ে ৮ কামরার ট্রেন ছুটে চলে শিলচর-জিরিবাম-শিলচর। এই অবস্থাতেই গুপ্তা বুধবার বললেন, দুদিন-কে আরও বাড়ানো যায় কিনা, ভেবে দেখা হচ্ছে। পাশাপাশি পার্সেল ট্রেনের কথাও ভাবা হচ্ছে। এ ছাড়া, ময়নারবন্দে আইওসি-র উত্তর-পূর্ব ডিপো নির্মিত হয়েছে। একেও রেললাইনে যুক্ত করা হয়েছে। এ দিন তিনি ওই কাজটিও ঘুরে দেখেন। তাঁর কথায়, কত তাড়াতাড়ি ওই ডিপো থেকে রেললাইনে তেল পরিবহণের কাজ শুরু করা যায়, এ নিয়েও তাঁরা আইওসি-র সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।