NE UpdatesHappeningsBreaking News

জিরিবামের বড়বেকরায় হাসপাতালের সঙ্গে পুড়ল বাড়িও

ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : সন্ধ্যা নামতেই জিরিবামের বিভিন্ন অঞ্চল আতঙ্কনগরীতে পরিণত হয়৷ বাড়িঘরে কেউ শান্তিতে রাত কাটাতে পারেন না৷ যেমন মেইতেই জনগোষ্ঠীর মানুষ, তেমনি জনজাতি লোকজন অপেক্ষায় থাকেন, কখন প্রভাত হবে৷ অন্ধকার কাটতেই আরও একদিন বেঁচে যাওয়ার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা৷

Rananuj

বুধবার রাতেও হিংসা দাপিয়ে বেড়ায় জিরিবামের এখানে-ওখানে৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে  বড়বেকরা কম্যুনিটি হেলথ সেন্টার৷ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে৷ ওই বাড়িটিও ভস্মীভূত হয়ে যায়৷ এ ছাড়াও, দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই চলেছে রাতভর৷ তবে কোথাও কোনও প্রাণহানির খবর নেই৷

বৃহস্পতিবার এ পর্যন্ত কোনও অশান্তির খবর নেই৷ তবে চাপা উত্তেজনা রয়েছে, আছে উভয় গোষ্ঠীর সাধারণ মানুষের মানসিক অশান্তি ও আশঙ্কা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker