NE UpdatesHappeningsBreaking News

‘জাতীয় সমস্যা’ হয় না, ‘ভয়াবহ বিপর্যয়’ ঘোষণা করেই টাকা দিচ্ছে কেন্দ্র, বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ১৭ জুলাই : আসামের বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণার দাবি খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ শনিবার তিনি সাংবাদিকদের বলেন, এ সব আবেগের কথা, আইনি নয়৷ জাতীয় সমস্যার কোনও আইনি ব্যাখ্যা নেই৷ ফলে জাতীয় দুর্যোগ মোকাবিলা আইন মেনে যে অর্থ রাজ্যগুলি পায়, জাতীয় সমস্যা বলে এর এক কানাকড়িও অতিরিক্ত মিলবে না৷

Rananuj

অসমের বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণার জন্য আসু-র দীর্ঘদিনের দাবিতে এ বার  গলা মেলায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও৷ হিমন্ত জানান, জাতীয় দুর্যোগ মোকাবিলা  আইনে দুই ধরনের বন্যার কথা বলা হয়েছে৷ ভয়াবহ এবং সাধারণ৷ ভয়াবহ হলে কেন্দ্র অতিরিক্ত তহবিল দেয়৷ অসমের এই বছরের বন্যাকে কেন্দ্র ভয়াবহ বিপর্যয় বলে ঘোষণা করেছে৷ সেজন্য আসাম অতিরিক্ত অর্থ পাচ্ছে৷ তাঁর কথায়, জাতীয় সমস্যা বললে এই অতিরিক্ত অর্থ প্রাপ্তির কোনও আশা নেই৷ দুর্যোগ মোকাবিলা আইনের কোথাও জাতীয় সমস্যা বলে টাকা পাঠানোর উল্লেখ নেই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker