NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
জাতীয় শিক্ষানীতি নিয়ে কর্মশালা উইমেন্স কলেজে
ওয়েটুবরাক, ৪ জুন : জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়িত হল আসামে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়নের ঘোষণা করেন।
এরই প্রেক্ষিতে উইমেন্স কলেজ শিলচরের আইকিউএসি শাখার ব্যবস্থাপনায় নতুন শিক্ষানীতির যাবতীয় খুঁটিনাটি নিয়ে একটি একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত বলেন, এটি একটি নতুন ও সুদূরপ্রসারী পদক্ষেপ, যা দেশের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের সূচনা করল। এই শিক্ষানীতির বিভিন্ন স্তরের যাবতীয় বিষয়বস্তু বিশদ ভাবে সরল পদ্ধতিতে বোঝার জন্যে এই কর্মশালার আয়োজন।
কর্মশালায় মুখ্য বক্তা ছিলেন রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তথা ওই কলেজের আইকিউএসি সহকারী সংযোজক ড. অরুণাভ ভট্টাচার্য।
ড. ভট্টাচার্য তাঁর সারগর্ভ বক্তব্যে
পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ের এনইপি ব্যস্তবায়ন সমিতির অনুমোদিত সূচি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন ও কলেজের শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের এনইপি ব্যস্তবায়ন সমিতিরও সদস্য ড. অরুণাভ ভট্টাচার্য।
কর্মশালার শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আইকিউএসি শাখার সংযোজক ড. শান্তনু দাস।