India & World UpdatesHappeningsBreaking News
জলন্ধরে কংগ্রেসের বিরুদ্ধে লড়ে জিতল আপ, বিজেপি চার নম্বরে
ওয়েটুবরাক, ১৪ মে : জলন্ধর লোকসভা আসনে বড় ব্যবধানে জয় পেল আম আদমি পার্টি। ৫৮ হাজারের বেশি ভোটে হারাল কংগ্রেসকে। উত্তরপ্রদেশের ২টি বিধানসভা উপনির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে সমাজবাদী পার্টিকে। ওড়িশায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বিজু জনতা দল৷
কর্নাটক বিধানসভা নির্বাচনের সঙ্গে গত ১০ মে ভোটগ্রহণ করা হয় জলন্ধর লোকসভার উপনির্বাচনেও। সেই উপনির্বাচনে কংগ্রেসের হাতে থাকা জলন্ধর কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সুশীল কুমার রিঙ্কুর কাছে ৫৮ হাজার ৬৪৭ ভোটে হারলেন কংগ্রেস প্রার্থী করমজিৎ কাউর।
চতুর্থ স্থানে থেকে সন্তষ্ট থাকতে হয়েছে বিজেপি প্রার্থীকে। তৃতীয় স্থানে রয়েছে শিরোমণি অকালি দল। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে জলন্ধর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সন্তোখ সিং চৌধুরি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি।
সহানুভূতির ভোট পেতে প্রয়াত সাংসদের স্ত্রী করমজিৎকে প্রার্থী করে কংগ্রেস। কিন্তু বাজিমাৎ করলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক রিঙ্কুই। প্রথম থেকে কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান আপ প্রার্থী। সময় যত এগিয়েছে ততই বেড়েছে ব্যবধান। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপ প্রার্থী রিঙ্কু পেয়েছে ৩ লক্ষ ২ হাজার ৯৭টি ভোট। অন্য দিকে কংগ্রেস প্রার্থী পেয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ৪৫০ ভোট।
দলীয় প্রার্থীর জয়ের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে শুভেচ্ছা জানান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জলন্ধরের ভোটারদেরও অভিনন্দন জানান তিনি।
খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের গ্রেফতারি নিয়ে যথেষ্ট চাপ তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উপর। এছাড়া, দিল্লির আবগারী দুর্নীতি মামলায় একের পর এক শীর্ষ নেতার গ্রেফতার নিয়েও আপের দুশ্চিন্তা বাড়ছিল। তারই মধ্যে জলন্ধর লোকসভা আসনে জয়, বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷