India & World UpdatesHappeningsBreaking News
জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে ২৬০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে দেশবাসীর, হিসাব অমিত শাহের
ওয়েটুবরাক, ৯ জানুয়ারি : গত ৯ বছরে জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে সমগ্র দেশে ২৬ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র হিসাবে পরিচালিত প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি সম্পর্কিত জাতীয় মেগা কনক্লেভে অংশ নিয়ে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দরিদ্র নাগরিকদের সুবিধার জন্য আগে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র বেশির ভাগই শহরে ছিল। ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত ওষুধ সুবিধাভোগীদের সরবরাহ করা হলেও সে সব মিলত শহরাঞ্চলেই। তবে পিএসিএস মাধ্যমে এখন গ্রামীণ এলাকার কৃষক ও দরিদ্ররা সাশ্রয়ী মূল্যে ওষুধ পাবেন।