Barak UpdatesHappeningsBreaking News
জগন্নাথ সিং কলেজের কর্মী অজিতকুমার দেব প্রয়াত
ওয়েটুবরাক, ১২ আগস্ট: উধারবন্দ জগন্নাথ সিং কলেজের কর্মী অজিত কুমার দেব আর নেই৷ বেশ কিছু দিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। রেখে গেছেন এক পুত্র, এক কন্যা, স্ত্রী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধকে।
অজিত দেব প্রায় কলেজের জন্মলগ্ন থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন খুবই সক্রিয়। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। অজিত দেবের প্রয়াণে বৃহস্পতিবার কলেজে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অজিত দেবের কর্মজীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন কলেজ পরিচালন সমিতির সভাপতি সূর্যকুমার শর্মা, কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ড. শ্যাম মামুদ বড়ভুইয়া, ড. গঙ্গেশ ভট্টাচার্য, ড. স্বপন দাস, ড.মিনহাজ উদ্দিন বড়ভূঁইয়া, ড. সুস্মিতা পাল, ড. বাসবী পাল, অনিতা সিংহ, ড. সন্তোষকুমার চতুর্বেদী, ড. দিলীপ কুমার ঠাকুর, ড. কৌশিক নাথ, ড. সুস্মিতা মিত্র, ড. নিবেদিতা শর্মা ও ড. সন্ধ্যারানী সিংহ।
এছাড়াও অ-শিক্ষক কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন সৌমেন সূত্রধর, অতনু এন্দো, স্বপন কুমার আচার্য ও দেবাশিস দেব। শোকসভায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়৷