India & World UpdatesHappeningsBreaking News

ছেলের মৃত্যুর তৃতীয় দিনে পুলিশের সামনেই খুন জেলবন্দি প্রাক্তন সাংসদ আতিক আহমেদ

ওয়েটুবরাক, ১৬ এপ্রিল : দুইদিন আগেই পুলিশি এনকাউন্টারে খতম হয়েছিল ছেলে আসাদ আহমেদ৷ তার শেষকৃত্যের দিনেই শনিবার খুন হলেন তার বাবা গ্যাংস্টার বলে অভিযুক্ত প্রাক্তন সাংসদ আতিক আহমেদও।  উত্তর প্রদেশের প্রয়াগরাজে ঘটে এই হাড়হিম করা ঘটনা। মেডিক্যাল টেস্ট করানোর জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল জেলবন্দি আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফকে। প্রিজন ভ্যান থেকে নামতেই হাসপাতালের সামনে আতিক ও তাঁর ভাই আশরফকে ঘিরে ধরেন সাংবাদিকরা। পুলিশি এনকাউন্টারে ছেলে আসাদের মৃত্যু ও তাঁর শেষকৃত্যে যেতে না পারা নিয়েই নানা প্রশ্ন করছিলেন সাংবাদিকরা৷ হঠাৎ এক ব্যক্তি হাত উঁচিয়ে এসে আতিকের মাথায় বন্দুক ঠেকান এবং ট্রিগারে চাপ দেন। ভাইয়ের সঙ্গে হাতকড়া পরা অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়ে আতিক। পরপর আরও কয়েকটি গুলি চলে, খুন করা হয় তাঁর ভাই আশরফকেও। খুনের পর ঘটনাস্থলেই পড়েছিল আগ্নেয়াস্ত্র। পুলিশের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুইজনকে খুনের ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই আততায়ী সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তি বজায় রাখতে উত্তর প্রদেশের সমস্ত জেলাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, সাংবাদিক সেজে ভিড়ে মিশে ছিল আততায়ীরা। আতিক আসতেই কথা বলার অছিলায় পুলিশকে টপকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পৌঁছে যায় আততায়ীরা এবং পরপর গুলি চালাতে থাকে। এই ঘটনার পরই রাতারাতি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠনের কথা ঘোষণা করেন তিনি৷ মুখ্যমন্ত্রী গুজবে কান না দিতে রাজ্যবাসীর উদ্দেশে অনুরোধ করেছেন৷ গুজব ছড়ালে কড়া ব্যবস্থার হুমকি দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker