Barak UpdatesHappeningsBreaking News
ছেলের জন্মদিনে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দিরে চকোলেট-মিস্টি চন্দ্রাবতী রায়ের
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৮ জুন : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাইস্কুলে একটি ‘ক্ষুধা ত্রাণ প্রকল্প’-এর আয়োজন করেছে। এই প্রকল্পের আওতায় ১০১ জন শিক্ষার্থীকে একটি করে প্যাকেট দেওয়া হয়েছে। এই প্যাকেটে একটি করে ফ্রুট কেক, ফলের রস, চকোলেট, মিষ্টি এবং স্ন্যাকস ছিল। ক্লাব ভ্যালির সম্পাদক সঞ্জীব রায়, স্কুলের প্রধান শিক্ষিকা সুচিত্রা ভট্টাচার্য, লায়ন চন্দ্রাবতী রায়, শুভম রায়, সঞ্জীবন রায এবং স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে জিনিসপত্র তুলে দেন।
তাছাড়া পাঁচজন মহিলা রাঁধুনিকে( স্কুলের ) শাড়ি দেওয়া হয়েছে। ক্লাব ভ্যালির সদস্যরা তাদের হাতে এই শাড়িগুলো তুলে দেন। ক্লাব ভ্যালির পক্ষ থেকে স্কুলে একটি সিলিং ফ্যানও প্রদান করা হয়। প্রধান শিক্ষিকার হাতে এই ফ্যানটি তুলে দিয়েছেন শুভম রায়। এ দিন ছেলে শুভম রায়ের জন্মদিন উপলক্ষে ভ্যালি ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, শাড়ি এবং সিলিং ফ্যান সহ পুরো প্রকল্পের সামগ্রী দিয়েছেন লায়ন চন্দ্রাবতী রায়।
প্রসঙ্গত, ক্লাব ভ্যালি সমাজের জন্য একটি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে। এর অঙ্গ হিসেবেই এই সহায়তা সামগ্রী প্রদান।