Barak UpdatesHappeningsBreaking News

ছেলেধরা গুজবে উত্তেজনা বাড়ছে, কাটিগড়ায় দুইজনকে উদ্ধার করে আনল পুলিশ

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর : কাটিগড়ার হিলাড়া ও কাতিরাইলে ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করল স্থানীয় জনতা৷ কাটিগড়া পুলিশ খবর পেয়েই দুই জায়গা থেকে দুইজনকে গণপ্রহারের হাত থেকে উদ্ধার করে ৷ শনিবার বিকেলে কাটিগড়া থানার হিলাড়ায় আচমকা ছেলেধরা ধরা হয়েছে বলে ভিড় জমে যায়৷ এসআই এল সিংসং সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Rananuj

কাতিরাইলেও প্রায় একই সময়ে ছেলেধরা সন্দেহে বহি:রাজ্যের এক ব্যক্তিকে আটক করা হয়। কাটিগড়ার কাতিরাইল পুরনো বিআরটিএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তাকে আটক করেন স্থানীয়রা। বছর ৩৫/৪০ বছরের লোকটি জানায়,  তার নাম সম্পদ৷ বাড়ি দিল্লিতে। তবে তার কাছে নেই কোনও  নথিপত্র পাওয়া যায়নি। কথাবার্তা বেশ অসংলগ্ন৷ লোকটিকে অনেকে মস্তিষ্কবিকৃত বলেই মনে করছেন৷ খবর পেয়ে এস আই দেবযানী বরা ঘটনাস্থলে পৌঁছে লোকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লোকটির সঙ্গে থাকা ব্যাগে ছিল একটি তেলের বোতল ও কিছু কাপড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker