Barak UpdatesHappeningsBreaking News

চিন্ময় প্রভুর মুক্তি ও হিন্দু নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ সনাতনী ঐক্যমঞ্চের 

ওয়েটুবরাক, ১ ডিসেম্বর: অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তিদান এবং  বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন, আক্রমণ এবং নির্যাতন বন্ধের দাবিতে আন্দোলন মুখর হল সনাতনী ঐক্যমঞ্চের দক্ষিণ আসাম প্রান্ত। তাঁরা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব, ভারতে কর্মরত বাংলাদেশের হাইকমিশনার, ভারতের প্রধানমন্ত্রী এবং আসামের রাজ্যপালের উদ্দেশে স্মারক পত্র প্রদান করেন। শনিবার শ্রীভূমি জেলাশাসকের হাতে ওইসব স্মারকপত্র তুলে দেওয়া হয়। স্মারক পত্রে সে দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও আহ্বান জানানো হয়।

Rananuj

সনাতনী ঐক্যমঞ্চ স্পষ্ট হুঁশিয়ারি দেয়, এইসব অন্যায়ের বিরুদ্ধে তারা কোনও আপস করবেন না এবং প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবেন।

স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন সনাতনী ঐক্যমঞ্চের সংযোজক শান্তনু নায়েক, আসাম রাজ্য বিজেপি মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, আইনজীবী ধর্মানন্দ দেব,  আরএসএস সংঘচালক নর্মদা চক্রবর্তী, জেলা কার্যবাহ মনোজ দাস,   ভিএইচপি প্রান্ত সম্পাদক সমীর দাস, জয়দীপ দত্ত, দিলীপ কুমার দে, স্বপন শুক্লবৈদ্য,  বিশ্ববন্ধু চক্রবর্তী,  সৌমিত্র দত্ত প্রমুখ।

সনাতনী ঐক্যমঞ্চ, দক্ষিণ আসাম প্রান্তের প্রচার সচিব অভিজিৎ নাথ জানান, রবিবার সকাল সাড়ে ১০টায় করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে এক বাইক র‍্যালি। র‍্যালিটি সুতারকান্দি সীমান্তে গিয়ে শেষ হবে। সেখানে সকাল সাড়ে ১১টায় হবে  “বাংলাদেশ চলো” অভিযান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker