Barak UpdatesHappeningsBreaking News
চিত্তরঞ্জন অ্যাভিনিউ মাতাবাড়ি দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন করলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা
ওয়েটুবরাক, ১ অক্টোবর : শুক্রবার পঞ্চমীর পুণ্যতিথিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে স্থিত চিত্তরঞ্জন অ্যাভিনিউ মাতাবাড়ির দুর্গা পূজার উদ্বোধন হলো৷ এ এক ব্যতিক্রমী পর্ব৷ বৃদ্ধাশ্রমের দাদু-দিদারাই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ আরএসএস প্রচারক শশীকান্ত চৌথেওয়ালে৷ বিশিষ্ট অতিথি সংঘের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, সহকার ভারতীর রাজ্য সম্পাদক জয়দীপ দত্ত, সমাজকর্মী সুবীর ধর, সুরভিতা দত্ত ও নিবেদিতা বর্মন৷
অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের সবাইকে নতুন বস্ত্র দিয়ে পুজোর শুভেচ্ছা জানানো হয়৷ কচিকাঁচারা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে।
শারদ উৎসবের দিনে ঐক্য ও সংহতির আহ্বান জানান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথেওয়ালে। তিনি বলেন, দুর্গাপূজা যে শুধু পশ্চিমবঙ্গ বা এই অঞ্চলের প্রচলিত এমন নয়।। সারা ভারতে প্রাচীনকাল থেকেই এই পুজো হয়ে আসছে। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে দুর্গাকে শক্তিরূপে পূজা করা হয়। তাই এই উৎসব সারা দেশকে একটা ঐক্যের মধ্যে রাখছে। শারদ উৎসব আমাদের সবাইকে এক করে ফেলে। তাই শারদ উৎসবের শাশ্বতবাণীকে যেন আমরা আপন করে নিই। সংঘের প্রান্তীয় প্রচারক গৌরাঙ্গ রায় উৎসবের দিনগুলিতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার আহ্বান জানান৷
পূজা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি গীতেশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ইলোরা চক্রবর্তী, রাখি চৌধুরী, অরুন্ধতী নাগ, লাবনী মুখার্জী, মৌমিতা ধর প্রমুখ।