India & World UpdatesHappeningsBreaking News
চিটফান্ড যোগ ! জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই হানা
২৯ জানুয়ারি : জাদুকর পিসি সরকারের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। চিটফান্ড কাণ্ডে টাওয়ার গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগেই পিসি সরকারের বাড়িতে চালানো হয় তল্লাশি।সিবিআইয়ের এসপির নেতৃত্বে শুরু হয় পিসি সরকারের মুকুন্দপুরের বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও ৪ জায়গায় সিবিআই আজ তল্লাশি শুরু করে। সকাল ১১টা নাগাদ সিবিআই আধিকারিকরা এই অভিযান শুরু করেন।
সিবিআই সূত্রে খবর, পিসি সরকারের সঙ্গে টাওয়ার গ্রুপের একটি ব্যবসায়িক চুক্তি হয়। যেখানে টাওয়ার গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ খোলার কথা ছিল পিসি সরকারের। এমনকি ওই রেস্তোরাঁয় শো করার কথাও ছিল জনপ্রিয় জাদুকরের। ওই সময় দু পক্ষের মধ্য়ে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়। ২ পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের পরও যেমন ওই সময় নতুন রেস্তোরাঁ খোলা হয়নি, তেমনি সেখানে পিসি সরকারের কোনও শো-ও শুরু হয়নি। ওই ঘটনার পর ২ পক্ষের মধ্যে যে কয়েক কোটির আর্থিক লেনদেন হয়, সেই অর্থ কোথায় গেল এবং কাগজপত্রই বা কোথায়, এবার তার খোঁজেই শুরু হয়েছে তল্লাশি।
প্রসঙ্গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রতীকে বারাসত কেন্দ্রের প্রার্থী হন পিসি সরকার।
সেই ঘটনার ৭ বছর পর পিসি সরকারের বাড়িতে কেন হানা দিল সিবিআই, সে বিষয়েও চর্চা শুরু হয়েছে। যদিও সিবিআই সূত্রে খবর, পিসি সরকারের বাড়িতে তল্লাশির সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। সম্পূর্ণ আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতেই সিবিআইয়ের তরফে তল্লাশি চালানো হয়।