India & World UpdatesHappenings
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে যেন সমস্যা না হয়, রাজ্যগুলিকে বলল কেন্দ্র
১১ মে: জনস্বাস্থ্য পরিষেবার দিকে গুরুত্ব দিয়ে সব বেসরকারি ক্লিনিক, নার্সিংহোম ও ল্যাবেরেটোরি খোলার ছাড়পত্র দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এব্যাপারে অনুমতি দিতে কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে মন্ত্রকের তরফে। একই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কাজে যুক্ত সব চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ, নার্স যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
মূলত, দেশের কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিকিৎসা কর্মী সহ প্যারামেডিক্যাল স্টাফের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা ছিল। তাতে সেসব স্থানে স্বাস্থ্যসেবায় সমস্যার সৃষ্টি হয় এর প্রেক্ষিতে ক্যাবিনেট সচিব রবিবার এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারপরই সবকিছু বিবেচনা করে জনস্বাস্থ্যগত প্রয়োজনীয়তা মেটাতে এবং মানুষের জীবন রক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেয়।
মন্ত্রকের এক নির্দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত প্রশাসনকে বলা হয়েছে চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ ও অ্যাম্বুলেন্সের সুষ্ঠু যাতায়াত সুনিশ্চিত করতে হবে। এই ব্যবস্থা গ্রহণ করা হলে কোভিড ও কোভিড বহির্ভূত রোগীদের মধ্যে চিকিৎসা পরিষেবা আরও মসৃণ হবে। আরও বলা হয়েছে, চিকিৎসা কর্মীদের আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে দেখা দেওয়া যে কোনও রকম বাধা-বিপত্তি দূর করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।