NE UpdatesAnalyticsBreaking News
চা জনগোষ্ঠীর জন্য শীঘ্রই ৩ শতাংশ চাকরি সংরক্ষণ, তিনসুকিয়ায় মন্তব্য হিমন্তের
তিনসুকিয়া, ৩ সেপ্টেম্বর : দিনভর একাধিক কার্যসূচি নিয়ে রবিবার তিনসুকিয়া সফর করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে চা বাগান ও চা জনজাতিদের উন্নয়ন নিয়ে মন্তব্য করেছেন তিনি। হিমন্তবিশ্ব বলেন, চা বাগানের উন্নয়নে সরকার কাজ করছে। খুব কম দিনের মধ্যেই চা বাগানের যুবক-যুবতীর জন্য ৩ শতাংশ চাকরি সংরক্ষিত করা হবে।
মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেন, যে সব শ্রমিক বিদ্যুৎ বিল দিতে না পারায় তাদের সংযোগ কেটে দেওয়া হয়েছে, সরকার তাদের বিল পরিশোধ করে পুনরায় বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার ব্যবস্থা করবে। তাছাড়া বহু বিবাহ বন্ধ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, এ নিয়ে অনেকের পরামর্শ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই বহু বিবাহ আইন সংশোধন করে এই প্রক্রিয়া বন্ধ করার ব্যবস্থা করা হবে। কংগ্রেসকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস দলের কাছে চা বাগান ছিল রাজনীতি করার স্থান, আর বিজেপির কাছে চা বাগান হচ্ছে এক জাতীয় সমস্যা।