NE UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার দুই সরকারি কর্তা
২৯ জুলাই : ঘুষ নেওয়ার অপরাধে রাজ্য সরকারের দুই আধিকারিককে শুক্রবার গ্রেফতার করল আসাম পুলিশের ভিজিল্যান্স ও দুর্নীতি বিরোধী শাখা। দুটি ঘটনায় এদের হাতেনাতে ধরে ফেলেন ভিজিল্যান্স কর্মীরা।
একটি ঘটনা ঘটেছে মরিগাওয়ে। সেখানে খবর পেয়ে আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিলেন ভিজিল্যান্স অফিসাররা। মরিগাওয়ের জেলা আবগারি অধীক্ষক বর্ষা বরা বরদলৈ ঘুষ নিতে গেলে সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন দুর্নীতি নিবারণ শাখার কর্মীরা। প্রাপ্ত খবরে জানা গেছে, জেলায় একটি মদের দোকানের লাইসেন্সের জন্য তিনি এক ব্যক্তির কাছে এক লক্ষ টাকা দাবি করেছিলেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে আগেই একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
অন্য ঘটনাটি ডিব্রুগড়ের খোয়াঙে। সেখানে বিইইও কার্যালয়ের ডিলিং অ্যাসিস্ট্যান্ট নবজ্যোতি শর্মাকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করেন ভিজিল্যান্স শাখার কর্মীরা। রাজ্য পুলিশের ভিজিল্যান্স ও দুর্নীতি বিরোধী শাখার সঞ্চালক জিপি সিং বলেন, এই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।