Barak UpdatesHappeningsBreaking News
ঘুংঘুরে ২৫০ পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র, ইয়াসি-র অভিযোগ, জেলাশাসককে স্মারকলিপি
ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি : নিচ চাতলা (অম্বিকাপুর পার্ট ৬) এর ‘ঘুংঘুর ভেটিনারি বাজার গলির’ ২৫০ পরিবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শিলচর সেটেলমেন্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়মিত হয়রানি ও হুমকির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করল ইয়ুথস অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)৷ তাদের কথায়, এই পরিবারগুলিকে নিজেদের জমি থেকে উচ্ছেদের জন্য উঠেপড়ে লেগেছে এরা৷ অথচ তাঁরা তাদের জমির ‘খাজনা’ দিচ্ছেন৷ সরকার তাদের ইন্দিরা আবাস, বিদ্যুৎ সংযোগ, জলের সংযোগ এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করেছে৷ এই সমস্ত সুযোগ-সুবিধা শুধুমাত্র যাদের নিজস্ব জমি আছে, তাদেরকেই দেওয়া হয়।
সেইসব গরীবদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র প্রতিরোধ করতে ইয়াসি শুক্রবার কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে৷ তাতে তাঁরা উল্লেখ করেন, এই দরিদ্র পরিবারগুলি প্রাক-স্বাধীনতার সময় থেকে তাদের বর্তমান জমিতে বসবাস করছে এবং তাঁদের পূর্বপুরুষরা শিলচর মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। একে নিজেদের সামাজিক দায়িত্ব বলে মনে করেছিলেন৷ কিন্তু বর্তমানে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সেই লোকদের জমি মেডিকেল কলেজের সম্পত্তি বলে দাবি করছে।
স্মারকলিপি পেশকালে ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, ধেনু দুসাদ, বিক্রম রবিদাস, কুলেন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সঞ্জীব জানিয়েছেন, এর আগে এই দরিদ্র পরিবারগুলির জন্য ন্যায়বিচার চেয়ে তাঁরা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আসামের রাজ্যপালকে স্মারকলিপি পাঠিয়েছিলেন। শুক্রবারের স্মারকপত্রের প্রতিলিপিও মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে প্রেরণ করা হয়েছে৷
সঞ্জীবের কথায়, ইয়ুথস অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) ঘুংঘুরের মানুষের অধিকার এবং তাদের জমির জন্য লড়াই চালিয়ে যাবে৷