NE UpdatesHappeningsBreaking News
গোসাইগাঁওয়ে বাজেয়াপ্ত একে ৫৬ সহ প্রচুর আগ্নেয়াস্ত্র
৩ ফেব্রুয়ারিঃ গোসাইগাঁও থানার সরাইবিল সীমান্ত চৌকি এলাকায় বাজেয়াপ্ত হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। এর মধ্যে রয়েছে ৫টি একে ৫৬, এর ৮টি ম্যাগাজিন এবং ৩০০টি কার্তুজ। উদ্ধার হয়েছে ১টি এইচকে৩৩ই এবং এর ১টি ম্যাগাজিন, একটি ইউবিজিএল এবং এর ১১টি সেল ও ৮টি চাইনিজ হ্যান্ড গ্রেনেড। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে বেশ কয়েকটি কম্বলও রয়েছে।
And the fight against anti-National elements gets stronger. Another stellar effort against militancy by Team BTAD. @KokrajharPolice recovered 5 AK 56 Rifles, 8 Magazines, 1 UBGL with 11 Shells, 1 HK Rifle, and a huge cache of ammunition under Sarainil OP of Gosaigaon PS. pic.twitter.com/BZ77LxQQrA
— Assam Police (@assampolice) February 3, 2021
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ পুলিশ সরাইবিল চৌকির নসরাইবিলে একটি স্করপিও গাড়িকে দাঁড় করায়। তল্লাশি চালিয়ে ওইসব আগ্নেয়াস্ত্র উদ্ধারের সঙ্গে 6জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল সুমনজয় বসুমাতারি, রবিনাথ নার্জারি, পাংখা বসুমাতারি, মকতাং বসুমাতারি, মণিপাল মুশাহারি ও শমকোয়ার বসুমাতারি। শমকোয়ারের বাড়ি শোণিতপুরের তরাইবাড়িতে। বাকি সবাই কোকরাঝাড় জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।