NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটির পর ডিব্রুগড়ে জলের পাইপ ফেটে হাহাকার পরিস্থিতি
ডিব্রুগড়, ১৩ মে : জল সরবরাহের পাইপ ফেটে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ডিব্রুগড়ে। শহরের আমোলাপট্টিতে জনবসতিপূর্ণ এলাকায় সোমবার হঠাত করেই ঘটে এই জল বিস্ফোরণ। জানা গেছে, অমরুত প্রকল্পের বিশাল ট্যাঙ্কের জলে পুরো এলাকাটি হঠাতই জলমগ্ন করে দেয়। ১৬ লক্ষ ৫০ হাজার লিটার জল ধারণের ক্ষমতাসম্পন্ন এই বিশাল ট্যাঙ্কের পাইপ ফেটে যাওয়ায় প্রবল বেগে জল বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই জলে গোটা এলাকা প্লাবিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলের বেগ এতটাই ছিল যে ৫০ মিটার উচ্চতা পর্যন্ত আছড়ে পড়ে। এতে এলাকার বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের জিনিসপত্তর যেমন জলে ভিজেছে, তেমনি নষ্ট হয়েছে খাবার দাবার। স্থানীয় জনগণ জানান, ঘটনা সংঘটিত হওয়ার অনেক পরে বিভাগীয় ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জল নির্গমণ বন্ধ করতে সক্ষম হন। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়েছে।