India & World UpdatesHappeningsBreaking News
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের
ওয়েটুবরাক, ৮ জুলাই : শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতি। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো গেল না আবেকে।
২০১২ সাল থেকে ২০২০ সাল — জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো।
এ দিন সকালে নারা শহরে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে দুটি গুলি চালায় আততায়ী। একটি লাগে বুকে, আর একটি গলায়।
আততায়ীকে পাকড়াও করেছে জাপান পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, শিনজো আবেকে মারতেই এসেছিল সে। শিনজো আবের কাজকর্মে আপত্তি ছিল তার।