Barak UpdatesHappeningsBreaking News

গুয়াহাটি থেকে এসে সুপারির গাড়িতে তোলা আদায়! পুলিশ নীরব

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর : স্থানীয় সুপারি পরিবহনের ব্যাপারে মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাবের পরই একে ঘিরে শুরু হয়েছে নতুন সিন্ডিকেট৷ গুয়াহাটি থেকে ‘মামার লোক’ পরিচয়ে একটি চক্র সুপারিবোঝাই গাড়িগুলির ওপর গুণ্ডাকর ধার্য করে বসে৷ তাদের দাবি, কেজিপ্রতি দশ টাকা দিতে হবে৷ অর্থাৎ গাড়িপ্রতি লক্ষাধিক টাকা৷ কোনও লুকোচুরি নেই, পুলিশের সামনেই এমন দাবি, হম্বিতম্বি, টাকা আদায়, গাড়ি আটকে দেওয়া৷ এর পেছনে কোন বড় মাপের রাজনীতিক রয়েছেন, সেটাই বড় প্রশ্ন৷

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তাও এ সবের সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট করে বলতে পারেননি৷ এমনকী তিনি নিজেই আশঙ্কা করছেন, সুপারি পাঠানোর সুন্দর প্রক্রিয়াটিকে নষ্ট করতেই এমনটা করা হচ্ছে৷ কিন্তু এখনও ওই ‘মামার লোক’ নামের দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণের খবর নেই৷

এতে বরাক উপত্যকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ বিশেষ করে, গুয়াহাটি থেকে বরাক উপত্যকায় এসে গুণ্ডাকর আদায়ের বিষয়টিকে উদ্বেগজনক এবং অশুভের অশনিসংকেত বলেই মনে করছেন বরাকবাসী৷ দাবি উঠেছে, এর পেছনে থাকা বড় মাথাটিকেও খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা করতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker