NE UpdatesHappeningsBreaking News
গুণোৎসবে এ বারও রাজ্যে সেরা শিবসাগর
গুয়াহাটি, ২৫ এপ্রিল : ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া গুণোৎসবের ফল ঘোষণা করা হল মঙ্গলবার। দিসপুরের জনতা ভবনে শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ পেগুর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে শিবসাগর জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে চরাইদেও জেলা এবং তৃতীয় স্থানে রয়েছে গোলাঘাট জেলা।
২০২২ সালে অনুষ্ঠিত হওয়া গুণোৎসবেও শিবসাগর জেলা প্রথম স্থান দখল করেছিল। মূল্যায়নের নিরিখে মাজুলি দ্বিতীয় এবং নলবাড়ি জেলা তৃতীয় স্থান দখল করেছে। এবছরের গুণোৎসবে মোট ৪৪ হাজার ৫৩১টি স্কুলের মূল্যায়ন করেন এক্সটার্নাল ইভালুয়েটররা। গুণোৎসবে ৪১ লক্ষ ৩৫ হাজার ১৬৩ জন ছাত্রছাত্রীর শিক্ষাগত বিষয়ের মূল্যায়ন করা হয়েছে। এ প্লাস গ্ৰেড পেয়েছে ১১ হাজার ৮৮৬টি বিদ্যালয়।
মূল্যায়নে অংশগ্রহণ করা বিদ্যালয়ের মধ্যে ২৮.৬৪ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান এ প্লাস গ্রেড পেয়েছে। গুণোৎসবের ফলাফল ঘোষণার এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্ৰী ডাঃ রণোজ পেগু, রাজ্য সরকারের মুখ্য সচিব সহ শিক্ষা বিভাগের আধিকারিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।