Barak UpdatesHappenings
গান্ধীমেলায় রক্তদান বিষয়ে সচেতনতা স্টলের উদ্বোধন ব্লাড ডোনার্স ফোরামের

ওয়ে টু বরাক, ১৯ মার্চ : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি শিলচর গান্ধীমেলায় রক্তদান বিষয়ে এক সচেতনতা স্টলের সূচনা করেছে। ১৭ মার্চ সন্ধ্যায় স্টলটি উদ্বোধন করা হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক আশু পাল, কনিষ্ঠতম সদস্য গৌরব মল্লিক এবং সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ ফিতা কেটে স্টলটি উদ্বোধন করেন।
বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত স্বাগত বক্তব্য প্রদান করেন এবং জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য স্টলের উদ্দেশ্যকে বিশদভাবে বর্ণনা করেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মনোজ কুমার পাল এ জাতীয় মহৎ উদ্যোগের জন্য কাছাড় জেলা কমিটিকে স্বাগত জানান। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশু পাল সফলভাবে স্টল পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সচেতনতা স্টলের আহ্বায়ক তথা ফোরামের কেন্দ্রীয় সহসম্পাদক অমল কুমার দাস স্টল পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়েছেন। স্টলের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপনও করেন। ফোরামের কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি নবেন্দু নাথ, সহ সভাপতি প্রবীর কুমার রায়চৌধুরী ও মহিলা শাখার সভানেত্রী সিক্তা পালও মঞ্চে উপস্থিত ছিলেন। মঞ্চে আসীন সকলকে কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, এই সচেতনতা স্টল থেকে সচেতনতামূলক লিফলেট বন্টন করা হবে, জনগণের সঙ্গে কথা বলা হবে, রক্তদানে উৎসাহিত করা হবে এবং গান্ধী মেলার শেষের দিকে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে।
এদিনের উদ্ধোধনী পর্বে সংগঠনের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, সহ-সম্পাদক দেবালয় ভাওয়াল, মহিলা শাখার কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী, সদস্য রাজু চন্দ, পিংকি মল্লিক, পঞ্চমী নাথ প্রমুখ।