Barak UpdatesHappeningsCultureBreaking News
গান্ধীভবনে লায়ন্স স্মাইলের বরাক সিঙ্গিং সুপারস্টারে ব্যাপক সাড়া
ওয়ে টু বরাক, ৩১ মার্চ ঃ বরাক উপত্যকা ভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতা ‘বরাক সিঙ্গিং সুপারস্টার’ শনিবার শিলচরে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্যোক্তা ছিল লায়ন্স ক্লাব শিলচর স্মাইল। স্থানীয় গান্ধী ভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উদ্বোধনের পর ভাষণ দিতে গিয়ে পরিমল বলেন, এ ধরনের প্রতিযোগিতা উঠতি সঙ্গীত শিল্পীদের প্রেরণা জোগাবে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন, সমাজের উন্নয়নে সংস্কৃতি চর্চার বড় ভূমিকা রয়েছে।
লায়ন্স ক্লাব শিলচর স্মাইলের সভানেত্রী তনুশ্রী দেব ও সম্পাদক রাহুল দাস জানান, নতুন শিল্পীদের উৎসাহ প্রদানের জন্যই তাঁদের এই আয়োজন। এর পাশাপাশি তাদের সংস্থা বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাও করে চলেছে। প্রতিযোগিতায় বরাক উপত্যকার পাশাপাশি মেঘালয় থেকেও শিল্পীরা অংশগ্রহণ করে। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় মোট ৭০ জন প্রতিযোগী নাম লিখিয়েছিল। অডিশনে সিলেক্ট হওয়া ৫১ জন প্রতিযোগী নিয়ে মূলপর্বের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল জুনিয়র এবং সিনিয়র। বিচারক হিসেবে ছিলেন তাপস শঙ্কর দেব এবং রাজেশ রায়।
এ দিন প্রতিযোগিতার শুরু হয় প্রতিক্ষা শুক্লবৈদ্যের নৃত্যের মধ্য দিয়ে। এরপর একে একে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে রাজ সূত্রধর, দ্বিতীয় প্রতিজয়ী পৈত্য, তৃতীয় প্রত্যাশা নাথ। এই গ্রুপে বিশেষ পুরস্কার দেওয়া হয় প্রসেনজিৎ চক্রবর্তীকে। সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে দেবাহুতি চক্রবর্তী, দ্বিতীয় রাজীব ঘোষ, তৃতীয় অভয় অধিকারী। বিশেষ পুরস্কার দেওয়া হয় সুবর্ণা গুণকে।