Barak UpdatesHappeningsBreaking News
গাছ পড়ে মৃত্যু: দোষীদের গ্রেফতার চেয়ে চামড়াগুদাম অবরোধ, পরে প্রত্যাহার
৪ ডিসেম্বর: গাছচাপায় নিহত এনামুল হক লস্কর ও আব্দুর রাজ্জাকের মৃতদেহ রেখে শিলচর চামড়াগুদাম এলাকায় রাস্তা অবরোধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী l এজাহার দেওয়ার ১২ ঘন্টা পরও দোষীদের গ্রেফতার না করার প্রতিবাদেই তাঁরা এমন কর্মসূচি গ্রহণ করেন৷ সঙ্গে মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা করে এককালীন সরকারি সাহায্যের দাবি জানান আন্দোলনকারীরা ।
পরে অবরোধস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পাঠক৷ তিনি দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন৷ নিহতদের পরিবারে সরকারি রীতি অনুযায়ীই সাহায্য করা হবে বলেও জানান ম্যাজিস্ট্রেট পাঠকl তাঁর আশ্বাসেই রাস্তা অবরোধ প্রত্যাহার করে বেরেঙ্গার দুই প্রয়াতের অন্ত্যেষ্টি সম্পন্ন করা হয়৷
Also Read: চলন্ত অটোয় গাছ পড়ে মৃত ২