NE UpdatesHappeningsBreaking News
গরুখুঁটির উচ্ছেদ অভিযানে মানবাধিকার লঙ্ঘিত, অভিযোগ বৃন্দার
ওয়েটুবরাক, ১ অক্টোবর : সিপাঝাড়ের গরুখুঁটি গ্রামে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে সরকার প্রতি পদে মানবাধিকার ভঙ্গ করেছে। একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিশানা করেছে বিজেপি। এমনই অভিযোগ সিপিএম পলিটবুরো সদস্য বৃন্দা কারাতের। তাঁর নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রকাশ তালুকদার, সরভোগের বিধায়ক মনোরঞ্জন তালুকদার সহ বাম দলের প্রতিনিধিরা বৃহস্পতিবার গরুখুঁটিতে যান, উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
বৃন্দা জানান, “গত ২৩ সেপ্টেম্বর থেকে হাজার পরিবারের সদস্যরা, শিশু ও মহিলারা চরম দুর্দশায় জীবন কাটাচ্ছেন। পুনর্বাসন তো দূর, সরকারের তরফে এত দিন ধরে তাঁদের কোনও রকম খাদ্য-পানীয় দেওয়া হয়নি। অথচ ওঁরা সকলেই ভারতীয়। অনেকের পূর্বপুরুষের নাম ১৯৫০ সালের ভোটার তালিকা ও এনআরসিতে রয়েছে। ভারতীয় হওয়ার সব নথিপত্র, জমির দলিল রয়েছে ওঁদের কাছে।” বৃন্দার দাবি, “পাঁচ দশকের বাসিন্দা হওয়ার পরেও পুলিশবাহিনী বাসিন্দাদের উচ্ছেদ করল৷ শুধু তাই নয়, তাদের ওপর লাঠি চালালো, গুলি করল, দু’জনকে মেরে ফেলল!
তাঁর অভিযোগ, “ গরুখুঁটির মানুষরা সংখ্যালঘু বলেই এ ভাবে ঝাঁপিয়ে পড়েছে সরকার। তাঁরা অসমের নাগরিক হওয়ার পরেও বাংলাদেশি সাজানোর চেষ্টা চলছে।”