Barak UpdatesHappeningsBreaking News
গভ. গার্লস স্কুলে প্রাক্তনীদের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
ওয়েটুবরাক, ৬ জুলাই ঃ শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের জন্য বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করে। সমিতির সভাপতি ডা. বিজয়লক্ষ্মী দাসচৌধুরীর তত্ত্বাবধানে এই শিবির পরিচালিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ বিভাস চক্রবর্তী প্রাক্তনীদের উদ্যোগকে স্বাগত জানান। প্রবীণা প্রাক্তনীরা অন্যদিনের মতো আজও তাঁদের সময়কার স্মৃতিচারণ করেন। বলেন, প্রাক্তন-বর্তমান সকলের প্রয়াসেই স্কুলের সুনাম অক্ষুন্ন থাকবে।
বুধবার স্কুলপ্রাঙ্গণে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় শিবিরে সমিতির বর্ষীয়ান সদস্যা অনুরাধা সান্যাল, অরতি রায়চৌধুরী, শুক্লা বিশ্বাস, অমিতা দেব, দেবশ্রী দত্ত, নারায়ণী ভাওয়াল, রূপা দত্ত, সুতপা পুরকায়স্থ, শর্মিষ্ঠা চৌধুরী, ফাল্গুনী ভাওয়াল ও সঞ্জিতা চৌধুরী উপস্থিত ছিলেন।