Barak UpdatesHappeningsBreaking News

খাড়গে সহ ১২ কংগ্রেস নেতাকে শিলচর আদালতের সমন

ওয়েটুবরাক, ৯ জুলাই : এআইসিসি সভাপতি  মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে ব্লক সভাপতি পর্যন্ত যে সাংগঠনিক নির্বাচন হয়েছে, পুরোটাই অবৈধ, এই দাবি করে শিলচর আদালতে মামলা করলেন দুই অপসারিত ব্লক কংগ্রেস সভাপতি৷ খায়রুল ইসলাম বড়ভুইয়া ও ইসলামউদ্দিন লস্কর দুজনেরই অভিযোগ, তাঁরাও সে সময় নিজেদের ব্লক কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন৷ সেই সুবাদে তাঁরা ছিলেন এআইসিসি নির্বাচনের ভোটার৷ কিন্তু পরবর্তী সময়ে প্রদেশ কংগ্রেস ভোটার তালিকা প্রকাশ করলে দেখা যায়, বহু নির্বাচিত সদস্যের নাম নেই৷

Rananuj

এ ছাড়া, জেলা কংগ্রেস সভাপতি নির্বাচনে একটিমাত্র মনোনয়ন জমা পড়েছিল৷ প্রার্থী সজল আচার্য, প্রস্তাবক ছিলেন অভিজিৎ পাল৷ কিন্তু সজলবাবুকে দায়িত্ব না দিয়ে শেষে অভিজিৎ পালকে জেলা কংগ্রেস সভাপতি মনোনীত করা হয়৷ অভিযোগকারীদের বক্তব্য, এটা অবৈধ৷ দ্বিতীয়ত, এআইসিসির সভাপতি সহ পুরো নির্বাচন হয়েছে ভুল ভোটার তালিকার ভিত্তিতে৷

শিলচর আদালতের অ্যাসিস্ট্যান্ট সেসন জজ মৈত্রী ডেকাদলৈ মামলাটি গ্রহণ করে অভিযুক্ত ১২ জনের নামে সমন পাঠিয়েছেন৷ আগামী ৮ সেপ্টেম্বর মামলার প্রথম শুনানি৷ অন্য অভিযুক্তরা হলেন মধুসূদন মিস্ত্রি, হারুন ইউসুফ, রূপক তুরুক, জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ প্রভাকর শাঠে, মানস বরা, আক্তার হোসেন বড়ভুইয়া, হোসাইনুল হক লস্কর অভিজিৎ পাল ও সজল আচার্য৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker