Barak UpdatesHappeningsBreaking News
খর্বকায় ব্যক্তিকে কোলে নিলেন হিমন্ত, ঘর তৈরির আশ্বাস
ওয়ে টু বরাক, ৭ সেপ্টেম্বর ঃ শিলচরে এক খর্বকায় ব্যক্তিকে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই লোকটি গৃহ নির্মাণের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে সম্পূর্ণভাবে আশ্বস্ত হয়েই তিনি ফিরেছেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বরাক সফরে এসে ঘুংগুর বাইপাসে ইন্টিগ্রেটেড ডিসি অফিসের শিলান্যাস করেছেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হাজির ছিলেন খর্বকায় ব্যক্তি মুজিবুর রহমান। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অন্যদের কাঁধে চড়েই তিনি কথা বলেছেন তাঁর সঙ্গে। মুখ্যমন্ত্রীকেও দেখা গেছে, অত্যন্ত হাসিখুশি মেজাজেই মুজিবুরের সঙ্গে কথা বলতে। এ ভাবে কথা বলতে বলতে মুখ্যমন্ত্রী একসময় মুজিবুরের মাথায় স্নেহের পরশ বুলিয়ে তাঁকে নিজের কোলে তুলে নেন। কোলে নিয়েই তাঁর সমস্যার কথা জেনে আশ্বস্ত করেন।
এ সময় মুজিবুরকেও দেখা গেছে প্রচণ্ড খোশমেজাজে। মুখ্যমন্ত্রীর কোলে চড়েই তিনি সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের সঙ্গে করমর্দনও করেন। পরে মুজিবুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্তবিশ্বকে ‘মামা’ সম্বোধন করে বলেন, ৬ ভাইয়ের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। মুজিবুর বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে কোলে নিয়ে সমস্যার কথা জিগ্যেস করেন। তিনি তাঁর জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ রাখেন। মুখ্যমন্ত্রী এতে সম্মতি দিয়ে আর কোনও দাবির কথা জিগ্যেস করলে তিনি জানিয়ে দেন, তাঁর আর কিছু চাই না।