Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

খরচ দিতে চাইলেও মাকে বাড়ি নিতে চান না ছেলেরা, নিলামবাজার বৃদ্ধাশ্রমে সুবালা দাস

৩০ জুলাই: মেজ ছেলে বরাকের বাইরে কোথাও থাকেন৷ অনেকদিন ধরেই মা-ভাইদের সঙ্গে যোগাযোগ নেই৷ বড় ও ছোট ছেলে বাড়িতে আছেন বটে, তাঁরা ৭৫ বছর বয়সী সুবালা দাসের খবর রাখেন না৷ যখনই যার ঘরে খেতে যান, নানা কথা শুনতে হয়! সইতে না পেরে গত সপ্তাহে বাড়ি বেরিয়ে পড়েন৷ করিমগঞ্জ শহরের মদনমোহন রোডে এক দোকানের বারান্দায় আশ্রয় নেন৷ আশেপাশের দোকানদাররা কিছু দিলে খেতেন৷ নইলে বারান্দার এককোণে উপোস পড়ে থাকতেন৷ বিষয়টি নজরে পড়ে রবিনহুড আর্মি নামে এনজিওর সদস্যদের৷ তাঁরাই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি (ডিএলএসএ)-র কাছে মহিলার জন্য সাহায্য চান৷ সে দিনই তাঁকে উদ্ধার করে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে ডিএলএসএ৷

বড় ছেলে বিধুভূষণ চাষবাস করেন৷ ছোট ছেলে কাজল অটোচালক৷ তাঁরা জানিয়ে দেন, মায়ের জন্য মাসে কিছু টাকা দিতেই পারেন৷ কিন্তু বাড়িতে রাখা যাবে না৷ অভিযোগ, তিনি বউদের সঙ্গে মিলেমিশে থাকতে পারেন না৷ তাঁর জন্যই বাড়িতে অশান্তি লেগে থাকে৷

ডিএলএসএ-র জনসংযোগ অফিসার রত্না দে জানান, এর পরই তাঁরা বৃদ্ধাকে নিলামবাজারের বৃদ্ধাশ্রমে পাঠান৷ এর আগে করিয়ে নেওয়া হয় করোনা টেস্টও৷ রিপোর্ট আসে নেগেটিভ৷ বেসরকারি বৃদ্ধাশ্রমটির সচিব বিলাল আহমেদ জানান, ডাক্তার দেখে গিয়েছেন৷ বৃদ্ধা সুস্থই আছেন৷ কিন্তু চা ছাড়া কিছু খেতে চান না৷ ছেলেরা এ ভাবে তাড়িয়ে দিল যে! কারও বিরুদ্ধে টুঁ শব্দটি করলেন না ৭৫ বছর বয়সী বিধবা সুবালা দাস৷ শুধু বললেন, এ সব আমারই কপালের লেখা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker