NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কৌশিকের খনি-খাদ্য, কৃষ্ণেন্দু মৎস্য-পশুপালনে
বরাক উন্নয়ন মন্ত্রকেও লক্ষীপুরের বিধায়ক

ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর: ঘোষণামত সোমবার দুপুরে মন্ত্রিসভার দফতর রদবদল করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন মন্ত্রী কৌশিক রাইয়ের হাতেই নতুন দফতর গড়ে বরাক উপত্যকা উন্নয়নের দায়িত্ব অর্পণ করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে খাদ্য ও গণবণ্টন এবং খনি ও খনিজ সম্পদ। কৃষ্ণেন্দু পাল পেয়েছেন মৎস্য এবং পশুপালন ও পশুচিকিৎসা দফতর। নিজের পূর্ত দফতরের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক প্রকল্পের দায়িত্বও তাঁর হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
চারবারের বিধায়ক প্রশান্ত ফুকন পেয়েছেন বিদ্যুৎ, দক্ষতা, কর্মসংস্থান ও এন্ট্রেপ্রেনারশিপ এবং মেডিক্যাল শিক্ষা ও গবেষণা দফতরের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প। আরেক নয়া মন্ত্রী রূপেশ গোয়ালা হলেন শ্রম, চা জনজাতি ও আদিবাসী কল্যাণ এবং কারা, গৃহরক্ষী ও অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী।
পুরনো মন্ত্রীদের দফতরে বিশেষ হাত দেওয়া হয়নি। নন্দিতা গারলোসার কাছ থেকে বিদ্যুৎ তুলে নিয়ে ফুকনকে প্রদান করা হল। রঞ্জিত কুমার দাস তাঁর খাদ্য হারালেন।
শরিক অগপ দলের সভাপতি অতুল বরার দায়িত্ব বেড়েছে। পুরনো সব বহাল রেখে আবগারি দফতরও দেওয়া হল তাঁকে। বড় দফতর নতুন করে পেয়েছেন অশোক সিঙঘলও। পুরনো সেচের সঙ্গে জুড়ল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। নতুন পরিবহন মন্ত্রী হলেন যোগেন মোহন।