NE UpdatesHappeningsBreaking News
কোকরাঝাড়ে জেলাশাসকের চড়ে হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মী
ওয়েটুবরাক, ২৯ জানুয়ারি: জেলাশাসকের চড় খেয়ে হাসপাতালে ভর্তি চতুর্থ শ্রেণীর কর্মী। ঘটনা কোকরাঝাড়ে৷
প্রজাতন্ত্র দিবসে দীপক দাস নামে এক চতুর্থ শ্রেণির কর্মী জেলাশাসক বর্ণালী ডেকার জন্য গাড়ি থেকে চেম্বারে খাবার নিয়ে এসেছিলেন। কিন্তু খাবার আনার কায়দা পছন্দ না হওয়ায় তাঁকে বকাবকি করে খাবার গায়ে ছুঁড়ে মারেন। পরে থাপ্পড়ও মারেন বলে অভিযোগ করেছেন দীপকের পরিবারের সদস্যরা। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। দায়ের করেন এফআইআর-ও। সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংগঠনও ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
বর্ণালী ডেকা বলেন, “আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে। তাঁরা এফআইআর তুলে নিয়েছেন।” তাঁর কথায়, সন্ধ্যা ৫টায় টিফিন খাওয়ার কোনও ঘটনাই ঘটেনি। হয়ত কোনও কারণে আমার উপরে ক্ষিপ্ত হয়ে তিনি এমন অভিযোগ করেছেন।”
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, দুই পক্ষই কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়েছেন। তাই এ নিয়ে আর কথা বলার অবকাশ নেই৷