Barak UpdatesHappenings

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের শিল্পকলায় ১০০ প্রতিযোগী

ওয়ে টু বরাক, ২৪ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রালয় আয়োজিত “পরীক্ষা পে চর্চা ” বিষয়কে সামনে রেখে ২৩ জানুয়ারি দেশের কেন্দ্রীয় বিদ‍্যালয় সংগঠন একটি শিল্প প্রতিযোগিতার আয়োজন করে। এজন্য শিলচর অঞ্চলে ১০টি কেন্দ্রীয় বিদ‍্যালয়েকে বেছে নেওয়া হয়। কেন্দ্রীয় বিদ‍্যালয় এনআইটিতে শিল্প প্রতিযোগিতায় বিদ‍্যালয়ের ছাত্রছাত্রী সহ শহরের বিভিন্ন বিদ‍্যালয়ের মোট ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ডনবস্কো স্কুল, সেন্ট কেপিটানিও, সরলা বিড়লা জ্ঞানজ্যোতি, জেএনভি পয়লাপুল, কেন্দ্রীয় বিদ‍্যালয়, আসাম বিশ্ববিদ‍্যালয়, কেন্দ্রীয় বিদ‍্যালয় কুম্ভীরগ্রাম, রামানুজ বিদ‍্যামন্দির, শিলচর কলেজিয়েট স্কুল, হলিক্রস স্কুল, বরাকভ্যালি পাবলিক স্কুল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানের বিচারকের ভূমিকায় ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের অধ্যাপক রাজেন বৈদ‍্য, পৃজা চৌধুরী, ও অলক বড়ভূঁইয়া।

অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিদ‍্যালয়ের কলা বিভাগের শিক্ষক রাধেশ‍্যাম শর্মা। অনুষ্ঠানের মূল পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবোধ পিল্লে ও কমলেশ কুমার। তাদের তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker