Barak UpdatesBreaking News
কৃষ্ণচূড়া মঞ্চে শহিদ তর্পণে মাতৃভাষা সুরক্ষা সমিতিMartibhasa Surokka Samiti pays homage to Language martyrs & Pulwama martyrs
২১ ফেব্রুয়ারি : একুশে ফেব্রুয়ারির সকালে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাল মাতৃভাষা সুরক্ষা সমিতি। এ দিন সকালে ভাষা শহিদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়।
অন্যবারের মতো এই শহিদ শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গান্ধীবাগ সংলগ্ন ডিআইজি বাংলার বিপরীতে অস্থায়ী কৃষ্ণচূড়া মঞ্চে। সমিতির সদস্যরা ছাড়াও মাতৃভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে অনেকেই উপস্থিত ছিলেন।
প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে এই শহিদ তর্পণ অনুষ্ঠানের সূচনা করেন সমিতির সভাপতি মিহিরলাল রায়। সঙ্গে ছিল সমিতির সদস্যদের পরিবেশনায় সূচনা সঙ্গীত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাশ। ছিলেন ড. শিশির ঘোষ, সমিতির সম্পাদক সুনীল রায়, অঞ্জু এন্দো প্রমুখ।
বক্তারা শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। পরে সংস্থার উদ্যোগে মাতৃভাষা সাময়িকী উন্মোচন করা হয়। এরপরই নাচ, গান ও কথায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সবশেষে ছিল বহুভাষিক কবি সম্মেলন। এই সম্মেলনে কবিতা পাঠে অংশ নেন উপত্যকার বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা।