Barak UpdatesHappeningsBreaking News
কৃষ্টি বিবেকের কৃতী সংবর্ধনা
ওয়েটুবরাক, ২৬ জুন : কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে গত রবিবার এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সঞ্চালক প্রবাল কান্তি দেব ভগবৎ গীতার শ্লোক উচ্চারণ করে অনুষ্ঠান শুরু করেন, তারপর চন্দন তিলক দিয়ে ছাত্র ছাত্রীদের বরণ করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র হর্ষ পুরকায়স্থ। সংস্থার উপদেষ্টা শিবব্রত দত্ত তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের নিজেদের পছন্দের বিষয় নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা ও যোগ চর্চার মাধ্যমে শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে উপদেশ প্রদান করেন। সংস্থার সভাপতি দেবাশিস সোম পুরকায়স্থ ও সম্পাদক বিশ্বজিৎ দত্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুশৃঙ্খল ভাবে গড়ে তোলার জন্য ও প্রকৃত মানুষ হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে অনির্বাণ ভট্টাচার্য। শেষে ছাত্রছাত্রীদের এক এক করে সংস্থার সদস্যরা উপহার প্রদান করেন। শিলচর চাঁদমারি রোড ও সংলগ্ন এলাকার যে সকল ছাত্রছাত্রীদের এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন মাধ্যমিকে উত্তীর্ণ মঞ্জুষা দে, অনন্যা ভট্টাচার্য্য, শ্রেয়াশ দত্ত, শ্রেয়ান চৌধুরী, ভার্গব চৌধুরী, সৌরভ দাস, দেবাংশ দেব, অরুণাভ দেব, সমুজ্জ্বল মজুমদার, ওমস বণিক, প্রতীক্ষা মেধী, অনিন্দিতা সিং ও দেবাদ্রিতা চক্রবর্তী। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কবিতা দে, হর্ষ পুরকায়স্থ, অনির্বাণ ভট্টাচার্য, অভিরূপ বিশ্বাস, অদ্রীশ পুরকায়স্থ, নিরুপম মালাকার, অরুণাভ দে ও সৌম্যজিত মজুমদার।