Barak UpdatesBusiness
কুম্ভীরগ্রাম লকআউটঃ মঙ্গলবার শিলচরে ত্রিপাক্ষিক বৈঠকLock Out at Kumbhirgram: Tripartite meeting at Silchar on Tuesday
২৭ অক্টোবরঃ কুম্ভীরগ্রাম চা বাগানে লকআউটের দরুন শ্রমিকদের অনটন বেড়ে গিয়েছে। বহু পরিবারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার টাকা নেই। শনিবার জেলাশাসকের সঙ্গে দেখা করে এই অবস্থার কথা জানালেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ। জেলাশাসক বিভিন্ন সূত্রে সমস্ত খোঁজখবর নিয়ে অজিতবাবুকে জানিয়েছেন, মঙ্গলবার তিনি ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করছেন। শ্রম দফতরের মাধ্যমে গুডরিক টি কোম্পানিকে খবর পাঠানো হবে। থানায় বসার ব্যাপারে শ্রমিকদের আপত্তির কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে শিলচরে শ্রম বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে ডাকা হবে বলে জানিয়েছেন জেলাশাসক এস লক্ষ্মণন।
শনিবার জেলাশাসকের সঙ্গে সাক্ষাতের আগে অজিত সিংহের নেতৃত্বে বরাক চা শ্রমিক ইউনিয়নের এক প্রতিনিধি দল কুম্ভীরগ্রাম বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের একাংশ সে সময় উধারবন্দের বর্তমান বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। তাঁরা বলেন, মিহিরবাবু পত্রপত্রিকায় এমন বিবৃতি দিয়েছেন, তিনি যেন ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছেন। প্রকৃত চিত্র হল, তাঁকে তিনবার খবর দেওয়া হলেও তিনি একবারের জন্য ওই পথ মাড়াননি।
English text here