NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
কুকুর বিতর্ক : মহারাষ্ট্রের বিধায়কের বিরুদ্ধে আসামে মামলা
ওয়েটুবরাক, ৭ মার্চ: আসামের মানুষ কুকুর খায় ৷ তাই মুম্বইয়ে কুকুরের সমস্যা মেটাতে সেখানকার কুকুর আসামে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন মহারাষ্ট্রের বিধায়ক তথা প্রহর জনশক্তি পার্টির প্রধান বাচু কাডু৷ বিধানসভার অধিবেশনে প্রদত্ত তাঁর এই ভাষণের বিরুদ্ধে আসামে প্রতিবাদের ঝড় উঠেছে৷ একে ইস্যু করে প্রতিদিন প্রতিবাদী কার্যসূচি পালন করছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার গুয়াহাটির হাতিগাঁও থানায় এফআইআর করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের জেলা কমিটিগুলিও বিভিন্ন জেলার থানায় এফআইআর করছে। বাচুর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসও দিসপুর থানায় অভিযোগ জমা দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ক্ষমতা থাকলে বাচুকে গ্রেফতার করে নিয়ে আসুন৷ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরও দাবি তোলেন, বাচুকে অবিলম্বে গ্রেফতার করে আসামে নিয়ে আসা হোক। রাজ্যবাসীর কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে।