Barak UpdatesHappeningsBreaking News
কী চান? কাছাড়ে পুজো বন্ধ হোক? জেলাশাসককে প্রদীপ দত্তরায়
১৬ অক্টোবর: আসন্ন দুর্গাপূজা নিয়ে রাজ্য সরকার একরকম বিজ্ঞপ্তি জারি করছে, জেলা প্রশাসন অন্যরকম বিজ্ঞপ্তি জারি করছে। এতে জনসাধারণ বিভ্রান্ত হয়ে পড়েছেন। এই মন্তব্য করেছেন আকসা-র প্রতিষ্ঠাতা প্রদীপ দত্তরায়৷ তিনি বলেন, জেলা প্রশাসন নিয়ম বেঁধে দিয়েছে, স্থায়ী মন্ডপ না থাকলে পুজো করা যাবে না৷ এটা কোনও অবস্থায় মানা সম্ভব নয়৷ যারা মণ্ডপ বানিয়ে নিয়েছে, তারা পুজো করবেই৷ পূজারীদের কোভিড টেস্ট করার কথা বলা হয়েছে, তা কোনও পূজারী মানবেন না। তাঁর কথায়, এই নিয়ম দেখে পূজারীরা ইতিমধ্যে বলে দিয়েছেন, তাঁরা এবার পূজা করবেন না। প্রদীপবাবুর প্রশ্ন, কাছাড়ের জেলাশাসক কি চান যে এবারের দুর্গা পূজা বন্ধ থাকুক?
প্যান্ডেল কিংবা উঁচু মূর্তির সঙ্গে করোনার কী সম্পর্ক, তা কি জেলাশাসক জনসাধারণকে বুঝিয়ে বলবেন? তিনি বলেন, জেলাশাসকের উচিত ছিল সমস্ত ক্লাব এবং পূজা কমিটির সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তিনি এর প্রয়োজন বোধ করেননি৷ তিনি কি একবারও দেখেননি যে তাঁরই জেলা প্রশাসনের উদ্যোগে যে দুর্গাপূজা হচ্ছে সেখানে অস্থায়ী মন্ডপ তৈরি করা হচ্ছে? তাই তাঁর দাবি, জেলা প্রশাসন যেভাবে প্যান্ডেল তৈরি করেছেন সেই ভাবে অন্যদেরও প্যান্ডেল তৈরির অনুমতি দিতে হবে৷
মণ্ডপে ভিড় হতে পারবেন না, ২০ জনের বেশি মণ্ডপে প্রবেশ করতে পারবেন না ইত্যাদি নির্দেশের সময় রাজনৈতিক দলগুলির সভার কথা কি মনে পড়েনি? এই প্রশ্ন করে তিনি টেনে আনেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভার কথা৷ সেখানে হাজারের বেশি মানুষ ছিল বলে তিনি অভিযোগ করেন৷ বলেন, জেলাশাসক নিজে উপস্থিত ছিলেন সেখানে৷ সে সময়ে করোনাটা কোথায় গেল? তাই রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এক নিয়ম আর পুজো কমিটির ব্যাপারে অন্য নিয়ম, এটা কোনওভাবে হতে পারে না৷
দুর্গাপূজার জন্য সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকেন। এ নিয়ে প্রশাসনের এমন হস্তক্ষেপকে বাড়াবাড়ি বলে মনে হচ্ছে দত্তরায়ের। তাঁর কথায়, জানি না জেলাশাসক কার বুদ্ধিতে চলছেন৷ যারাই তাকে পরামর্শ দিয়ে থাকেন না কেন ভুল পরামর্শ দিচ্ছেন । উনি এখনও তাদের চিনতে পারছেন না । তাদের কাছ থেকে দূরে থাকার জন্য তিনি জেলাশাসককে অনুরোধ করেন। মন্তব্য করেন, হাইলাকান্দিতে যখন তিনি ছিলেন তখন সবাই তার কাজকর্মের প্রশংসা করেছেন । বর্তমানে উনার কাজকর্ম দেখে মনে হয় না, কাছাড় জেলার জন্য তিনি উপযুক্ত। কারণ কাছাড় যে গোটা আসামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জেলা ।