India & World UpdatesHappeningsBreaking News
কীসের ভিত্তিতে পাস, দুই সপ্তাহ পরে সুপ্রিম কোর্টকে জানাবে বোর্ড
ওয়েটুবরাক, ৩ জুনঃ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কীসের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের পাস করানো হবে, জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। জবাব দেওয়ার জন্য সিবিএসই এবং আইসিএসই বোর্ড আদালতের কাছে দু’সপ্তাহ সময় চেয়েছে। ফলে দু’ সপ্তাহ পরেই দুই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানবিলকর এবং দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চ জানায়, ‘‘আইসিএসই-র আইনজীবী তথা অ্যাটর্নি জেনারেলের অনুরোধে মামলাটির শুনানি দু’সপ্তাহ পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের মূল্যায়নের শর্ত আদালতকে জানানোর জন্য তাদের এই সময় দেওয়া হয়েছে।