Barak UpdatesHappeningsCultureBreaking News
কিশোরের গানে এক বিরল মুহূর্তের সাক্ষী শিলচর
ওয়ে টু বরাক, ৪ আগস্ট : সত্যিকার অর্থেই এক বিরল মুহূর্তের সাক্ষী হল শহর শিলচর। কিংবদন্তি শিল্পী শুক্রবার কিশোর কুমারের ৯৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিশোর কুমার ফ্যান্স ক্লাব দুটি গান ঠিক করে দিয়েছিল। সেইমতো প্রস্তুতিও নিয়েছিল স্কুলগুলো।
এর ফলস্বরূপ হাজার হাজার কণ্ঠে যখন ডিএসএ স্টেডিয়ামে প্রথম গানটি উচ্চারিত হলো, তখন যেন এক মাদকতা ছড়িয়ে পড়ে পুরো মাঠ জুড়ে। পড়ুয়া থেকে শিল্পীরা তো গলা মেলালেনই, দেখা গেল এই কর্মযজ্ঞে শামিল শিলচরের বিধায়কও উদাত্ত কণ্ঠে গাইলেন, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো।’
ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, ফ্যান্স ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সম্পাদক সুজিত কুমার দাস সহ বহু বিশিষ্টজনেরা। দেখা গেল, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা অতিথিরাও রয়েছেন মাঠে।