Barak UpdatesHappeningsBreaking News
কায়স্থগ্রামে অলটো গাড়ি টেনে হ্যাঁচড়ে নিয়ে গেল মালবাহী ট্রেন
ওয়ে টু বরাক, ২৬ মে : ট্রেন ও যাত্রীবোঝাই অলটো গাড়ির মধ্যে সংঘর্ষে রবিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জের কায়স্থগ্রাম এলাকা। এ ঘটনায় বরাতজোরে রক্ষা পেয়েছেন চালক সহ অলটো কারের তিন যাত্রী। তবে ট্রেনের ধাক্কায় অলটো কারটি দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর নেই।
জানা গেছে, কায়স্থগ্রামের বালিদিঘিরপার এলাকায় একটি অলটো কার দুজন যাত্রী নিয়ে রেললাইন অতিক্রম করে ওপারে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু রেল ট্র্যাক অতিক্রম করার সময়ই গাড়ির চাকা লাইনে ফেঁসে যায়। গাড়িটি লাইন থেকে বের করে নিয়ে যাবার আগেই বদরপুর থেকে আগরতলাগামী একটি মালবাহী ট্রেন সেখানে আসে। গতির মধ্যে থাকায় ট্রেনটি অলটো গাড়িটিকে কিছুটা পথ টেনে হ্যাচড়ে নিয়ে যায়। ততক্ষণে অবশ্য গাড়ির চালক ও অপর দুই যাত্রী নেমে গিয়ে প্রাণ রক্ষা করেন।
এ ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরে গাড়িটি রেললাইন থেকে সরানোর পর ট্রেন গন্তব্যের পথে রওনা দেয়।