Barak UpdatesHappeningsBreaking News
শিলচর কালীবাড়িচরে কিশোরের হাতে কিশোর খুন
ওয়েটুবরাক, ৩ জুনঃ শিলচর কালীবাড়িচরের এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেইসঙ্গে অভিভাবক মহলে দেখা দিয়েছে উদ্বেগের ছায়া। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পুরনো ঝগড়ার রেশ ধরে শনিবার দুপুরে ফের বিবাদ বাঁধে কালীবাড়িচর এলাকার দুই কিশোরের মধ্যে। উভয়ের বয়স 13-14 বছর। অভিযোগ, আচমকা রাজ দাস নামে এক কিশোরকে অভিযুক্ত কিশোর ছাতার ধাতব স্টিক দিয়ে আক্রমণ করে। স্টিকটি বুকে বিঁধে রাজ ছটফট করতে থাকলে অন্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
অভিযুক্ত কিশোর (নাবালক বলে আইনি বাধায় নাম উল্লেখ করা হলো না) ঘটনার পর পালিয়ে গেলেও পুলিশ তাকে খুঁজে বার করতে সক্ষম হয়। পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, থানায় আটকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জেরায় ধৃত কিশোর জানিয়েছে, খুনের কোনও উদ্দেশ্য তার ছিল না। স্টিকের খোঁচায় মানুষ মারা যেতে পারে, সে ভাবতেই পারেনি। আইন মোতাবেক ধৃতকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে পেশ করা হবে বলে মাহাত্তা জানিয়েছেন।
রাজের পরিবারের সদস্যরা বলেন, শুক্রবারের ঝগড়াতেও তাদের ছেলেই মার খেয়েছে। কিন্তু সবাই মিলে মিটমাট করে দিয়েছেন বলে তাঁরা আর এ নিয়ে কথা বলতে যাননি। কিন্তু শনিবার তাকে ফের মারধর করা হলো। শেষপর্যন্ত তাকে চিরতরে শেষ করে দিল। তারা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন। বলেন, পরিকল্পিতভাবে ছাতার সূক্ষ্ম স্টিক সঙ্গে নিয়ে সে রাজকে খুন করেছে। বয়স যাই হোক, এই ধরনের ঠাণ্ডা মাথার খুনি যাতে কোনও ভাবে রেহাই না পায়।