NE UpdatesAnalyticsBreaking News
কার্যনির্বাহী সভায় মোবাইলে রেকর্ডিং করে বিতর্কে বিধায়ক নন্দিতা দাস !
গুয়াহাটি ঃ কংগ্রেসের কার্যনির্বাহী সভার দৃশ্য মোবাইলে রেকর্ডিং করে বিতর্কে পড়লেন বকোর বিধায়ক নন্দিতা দাস। বিধানসভার অধিবেশন চলাকালীন মাত্র দুদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, কংগ্রেস তথা বিধায়নী দলের খবর দেওয়ার জন্য তাঁর নিজের মানুষ রয়েছে। তাঁর এই মন্তব্য ব্যাপক চর্চার মধ্যের আসে।
সে সময় কংগ্রেসের কয়েকজন বিধায়কের দিকেও সন্দেহের আঙুল উঠেছিল। তার মধ্যে অন্যতম ছিলেন বিধায়ক নন্দিতা দাস। তার পর থেকেই নন্দিতা দাস সহ সন্দেহজনক চালচলন থাকা কয়েকজন বিধায়কের দিকে কংগ্রেস নজর রেখে যাচ্ছিল।
রবিবার গুয়াহাটির রাজীব ভবনে অনুষ্ঠিত হয় কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী সভা। ওই সময় বেশ কয়েকটি গোপন বিষয় নিয়ে আলোচনা চলছিল। প্রদেশ কংগ্রেসের ওই সভায় বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেসের সম্পাদক পৃথ্বীরাজ শাঠে। সেখানেই নিজের মোবাইল দিয়ে সভার বিভিন্ন দৃশ্য গোপন কায়দায় রেকর্ড করছিলেন বিধায়ক নন্দিতা দাস। পাশাপাশি অন্য কয়েকজন নেতার ভাষ্যও রেকর্ড করেন তিনি।
সম্প্রতি নন্দিতা দাসের গ্রহণ করা ভিডিও কংগ্রেস দলে প্রকাশ্যে এসে পড়েছে। বিধায়কের এই কাণ্ডে তোলপাড় শুরু হয়েছে দলের অন্দরে। এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন, দলের ভেতরে আমাদের অনেকের আত্মশুদ্ধি করার সময় এসেছে। তবে এই মোবাইল রেকর্ডিং কাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে এআইসিসিকে সবিশেষ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।