Barak UpdatesHappeningsBreaking News
কাটলিছড়ায় কংগ্রেসের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র
ওয়েটুবরাক, ২৩ ডিসেম্বর : কাটলিছড়াকে মহকুমা ঘোষণা করা হলেও এখনও সেই সিদ্ধান্ত প্রকৃত অর্থে কার্যকর হয়নি। একে দ্রুত কার্যকর করতে মহকুমাশাসকের কার্যালয় নির্মাণ, পৃথক ট্রেজারি শাখা তৈরি এবং রাজ্যবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে শুক্রবার কাটলিছড়ায় কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। কাটলিছড়া বাজারে নেতাজি মূর্তির পাশে ছয়ঘণ্টার অনশনে বসে তারা মুহূর্মুহূ ওই সব দাবিতে স্লোগান তোলেন, বক্তৃতা করেন। পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি তুলে দেন সার্কল অফিসারের হাতে।
তাতে তাঁরা পুরোদস্তুর মহকুমা কার্যালয় চালু করার জোরালো দাবি তোলেন। এ ছাড়াও বলেন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির নিযুক্তি স্থানীয় ভিত্তিতে করতে হবে, প্রতিটি পঞ্চায়েতে ধান ক্রয় কেন্দ্র খুলতে হবে, আধার জটিলতার অবসান ঘটিয়ে সবাইকে দ্রুত আধার প্রদান করতে হবে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়েও তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ দিনের পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সম্পাদক ও মুখপাত্র সঞ্জীব রায়, কাটলিছড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল, দক্ষিণ হাইলাকান্দি ব্লক কংগ্রেস সভাপতি মনোজকুমার বারই প্রমুখ।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্কর কাটলিছড়া এবং সমগ্র হাইলাকান্দি জেলার ত্রুটিগুলি তুলে ধরেন৷ তিনি বিজেপি সরকারকে মিথ্যাবাদী হিসাবে আখ্যায়িত করেন৷ বাচ্চু পাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং কাটলিছড়ার বঞ্চনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। অন্যান্য বক্তারা হলেন মিতু জামান লস্কর, ফিরোজ খান, মুকুল মন্ডল, মনোজ মোহন দেব, হীরালাল দত্ত, মাধবী শর্মা, মন্টু মজুমদার, নুরুল হুদা চৌধুরী, সত্যম বারই প্রমুখ। ছয় ঘণ্টার অনশনের পর সার্কল অফিসার ঘটনাস্থলে পৌঁছে স্মারকলিপি গ্রহণ করলে বিক্ষোভ প্রত্যাহার করা হয় । পরে রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের স্মরণে সেখানে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।