Barak UpdatesHappeningsBreaking News
কাজিডহরের দুটি গ্রামে ৪০ পরিবারকে ত্রাণ বিতরণ
৩১ মে : কেশব স্মারক সংস্কৃতি সুরভি, ইনফোসিস ও রাষ্ট্রীয় সেবা ভারতীর যৌথ ব্যবস্থাপনায় কাজিডহর অঞ্চলের নওয়ারাজ ও রায়পাড়া গ্রামে ৪০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি গ্রামবাসীদের নিয়ে কোভিড-১৯ সচেতনতা সভারও আয়োজন করা হয়। এতে সুরভির মেডিক্যাল বিভাগের সহ সংযোজক আশু দেবনাথ গ্রামবাসীদের এই রোগ থেকে কীভাবে সুস্থ থাকা যায় ও কী ধরনের সাবধানতা অবলম্বন করা জরুরি, সে ব্যাপারে বিস্তৃত আলোচনা করেন। তিনি সুরভির বর্তমান সেবাকাজ নিয়েও গ্রামবাসীদের অবগত করেন।
এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে গ্রামবাসীদের পক্ষ থেকে শ্যামল সিংহ বলেন, এই অঞ্চলের সামাজিক আর্থিক ও বেকার সমস্যা নিয়ে যদি সুরভির মাধ্যমে স্বনির্ভরতা বিষয়ক ছোট ছোট ট্রেনিং-এর আয়োজন করা যায়, তাহলে গ্রামবাসীদের বিশেষ লাভ হবে। এই কর্মসূচিতে সুরভির পক্ষে উপস্থিত ছিলেন সম্রাট রায়, রূপম পাসী ও বিশাল রায়।